বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, ২১ আগস্ট ২০১৬
রবিবার ভোর থেকে বিরামহীন ভারী বর্ষণের ফলে পটুয়াখালী পৌরশহরসহ উপকূলীয় এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের অধিকাংশ সড়কেই বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের কোথাও কোথাও বসতঘর ও মাছের ঘের তলিয়ে গেছে। সড়কে গাছপালা উপড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে পৌর শহরের মহিলা আনসার ক্যাম্প রোডের। টানা বৃষ্টির কারণে খেটে খাওয়া ও কর্মজীবী সাধারণ মানুষকে দারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মনজুর মোরশেদ টুটুল জানান, আনসার ক্যাম্প রোডে কোনও সময় পানি ওঠেনি। কিন্তু খালগুলো বেদখল হওয়ায় এখন রাস্তা-ঘাট বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।
কৃষক মো. হাবিবুর রহমান জানান, অতিবৃষ্টিতে ক্ষেতের রোপা আমনের বীজতলা পানির নিচে চলে গেছে।
এদিকে নদী বন্দরে ২ ও পায়রা বন্দরে ৩ নম্বর সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জেলার অভ্যন্তরীণ নৌরুটে ছোট লঞ্চসহ নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
পটুয়াখালী আবহাওয়া বিভাগের তথ্য মতে, গত কয়েক বছরের মধ্যে রবিবার (২১ আগস্ট) জেলায় সব চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ১৭৪.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৯টা পর্যন্ত ছিল ১১৪ মিলি মিটার। সোমবার পর্যন্ত এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদফতর।
তবে ভারি বর্ষণের কারণে জেলার কোথাও কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।