নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:: পটুয়াখালীর মহিপুরে মালবাহী ট্রলি গাড়ির চাপায় মোটরসাইকেলের চালকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকালে লতাচাপলী ইউনিয়নের তুলাতলী গ্রামে এ দুর্ঘটনায় সোহেল মোল্লা (২৫) নামের যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
নিহত সোহেল মোল্লা ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামের আনোয়ার মোল্লার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, তরমুজ ক্ষেতের শ্রমিক নিয়ে সোহেল মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসলে শ্রমিকদের নামিয়ে মোটরসাইকেল ঘুরানোর সময় দ্রুত গতিতে অপর দিক থেকে আসা এক ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বরিশালটাইমসকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ট্রলিচালক রুবেল গাড়ি ফেলে পালিয়েছে।’
পটুয়াখালি, বিভাগের খবর