বার্তা পরিবেশক, পটুয়াখালী:::: পটুয়াখালীর কলাপাড়ায় দুই কেজি গাঁজাসহ মো. ইউনুস (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
জানা গেছে, মোস্তফাপুর গ্রামের অধিবাসী ইউনুস দীর্ঘদিন ধরে গাঁজা সেবনের পাশাপাশি বিক্রিও করে আসছিল। ওইদিন রাতে গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাকে আটক করে।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পটুয়াখালি