জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পটুয়াখালীর দশমিনায় দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আমীর হোসেন দেওয়ান (৩৫) নামের একজন নিহত হয়েছেন। এ সময় নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চর হোসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৮ জনকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আমীর হোসেন দেওয়ান ওই এলাকার মৃত রশিদ দেওয়ানের ছেলে। গুরুতর আহত মমিন দেওয়ানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে আবুল বাশার, বেলায়েত হোসেন ও খালেক আকন নামের ৩জনকে আটক করেছে পুলিশ।
দশমিনা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, চর হোসনাবাদ গ্রামের মমিন দেওয়ান গংদের সাথে একই গ্রামের ছালাম হাওলাদারের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সকালে জমি দখল নিয়ে চাষাবাদ করার সময় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ছালাম হাওলাদার তার লোকজন নিয়ে মমিন দেওয়ান ও তার লোকজনের উপর হামলা চালায়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। এতে আমীর হোসেন দেওয়ান মারা যান। এ ছাড়া, নারীসহ আহত ৮ জনকে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।