পটুয়াখালীতে নকল খাদ্যপণ্য উদ্ধার, আটক ২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীতে ডিবির ভেজালবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ভোজ্য পণ্য জব্দসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) গভীর রাতে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা।
অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারে এস এম ইয়াকুব নামের ব্যাবসায়ীর ভাড়া করা গোডাউনে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার সদস্যরা।
রাতভর অভিযান চালিয়ে গোডাউন থেকে অনুমোদনহীন বিভিন্ন খাদ্যপণ্য তৈরির ভেজাল কাঁচামাল, ভেজাল পণ্য তৈরির বিভিন্ন ব্রান্ডের লেবেল, ফিটিং মেশিন এবং তৈরি পণ্য হিসেবে ভেজাল পানীয়, ললিপপ, আইসপপ, নকল যৌন উত্তেজক ওষুধ, খাবার স্যালাইন, প্রসাধনী সামগ্রীসহ ৫০ (পঞ্চাশ) ধরনের বিভিন্ন নকল ভোগ্যপণ্য উদ্ধার করে জব্দ করা হয়।
এ সময় গোডাউনের মালিক এবং ভেজাল পণ্যের মালিক এস এম ইয়াকুব (২৮) ও তার কারখানার কর্মচারী মো. শাকিবকে (১৮) একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেলসহ আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পটুয়াখালি, বিভাগের খবর