পটুয়াখালী শহরে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে পটুয়াখালী শহরের বসাকবাজারে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই ট্রাকের চালক ফারুক হোসেন এবং হেলপার আলমগীর বেপারী।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বরিশালটাইমসকে জানান, ঘটনাস্থল থেকে নিহত চালক ও হেলপারের লাশ উদ্ধার করা হয়েছে।
ট্রাকটি উদ্ধারে কাজ চলছে।’
শিরোনামপটুয়াখালি