পটুয়াখালীর গলাচিপায় পুকুর গোসল করত গিয়ে নুর আলী সেজান (২৫) নামে নর্থ সাউথ ইউনিভারসিটির এক ছাত্রর মত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর।
নুর আলী সেজান রাজধানীর নর্থ সাউথ ইউনিভারসিটির কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সেজান রাজধানীর বসুন্ধারা আবাসিক এলাকার বাসিন্দা আনসার আলী মন্ডলের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হোসেন জানিয়েছে- গত বুধবার ওই ইউনিভাসিটির কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগর শেষ বর্ষের ৫ বন্ধু মিল কুয়াকাটা সমুদ্র সৈকতে বড়াতে আসেন।
সেখান থেকে ঢাকা যাওয়ার পথে গলাচিপা উপজেলার রুপনগর গ্রামে বন্ধু আবির হাসানের বাড়িতে বেড়াতে যান। শুক্রবার দুপুরে উপজলা কমপ্লেক্স পুকুতে গোসল করতে গিয় পা পিছলে পানিত ডুব যান।
বন্ধুদর চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইমাম সিকদার পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।”
শিরোনামপটুয়াখালি