১ ঘণ্টা আগের আপডেট রাত ১:৪১ ; রবিবার ; ডিসেম্বর ১০, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

পটুয়াখালীতে মালিক-শ্রমিক দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ, ভোগান্তি

বরিশালটাইমস রিপোর্ট
১২:৩১ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৭

সারাদেশে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পরেও পটুয়াখালীতে এখনও চলছে বাস ধর্মঘট। জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও পটুয়াখালী জেলা বাস শ্রমিক ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।’’

বুধবার বিকেল থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

বৃস্পতিবার সকালে ঢাকা থেকে দোতলা লঞ্চে কুয়াকাটায় আগত পর্যটকসহ অভ্যন্তরীণ সকল রুটের সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।’’ তবে বরিশাল মালিক সমিতির বাস ও দূরপাল্লার পরিবহন চলাচল করছে।

সকাল থেকে বাস মালিক সমিতির নেতারা ও শ্রমিক ইউনিয়নের নেতাসহ শ্রমিকরা মুখোমুখি অবস্থানে থাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় শ্রমিক সংগঠন সূত্রে জানা গেছে- বুধবার বিকেলে মালিক সমিতির কতিপয় নেতা শ্রমিক সংগঠনের নেতাদের ওপর হামলা চালিয়ে মারধর করেন। মূলত এই ঘটনায় বাস শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।

এ বিষয়ে বাস মালিক নেতাদের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্রমিক নেতারা।

শ্রমিকরা বরিশালটাইমসকে জানান- ঘটনায় জড়িত বাস মালিক নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে।

বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার বরিশালটাইমসকে জানান- মালিক সমিতির সভাপতি রিয়াজ মৃধা তাকে ও তার সাধারণ সম্পাদককে প্রভাব বিস্তার করে অযথা মারধর করেছে। শুধু তাই নয়, মারধরের প্রতিবাদ করায় সভাপতি রিয়াজ পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেন।’’

তাই শ্রমিক সংগঠনের নেতাদের যদি মারধর করে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয়া হয় তাহলে সাধারণ শ্রমিকদের নিরাপত্তা কোথায় এমন প্রশ্ন এ নেতার। তাই শ্রমিকরা বাস চালাতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর বিচার না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

তিনি আরও জানান- জীবনের ঝুকি নিয়ে রাস্তায় বাস চালাবে শ্রমিকরা আর সমিতির লাখ লাখ চাঁদার টাকা লুটপাট করবেন নেতারা আবার অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয়া হবে এসব কারণে শ্রমিকরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে।

তবে অভিযোগ অস্বীকার করে বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ মৃধা বরিশালটাইমসকে বলেন- সারা দেশের বাস ধর্মঘট প্রত্যাহার হওয়ার পর স্থানীয় শ্রমিকদের বাস চালাতে বলার পর শ্রমিক ইউনিয়নের সভাপতি মালিক সমিতির কাছে টাকা দাবি করায় পরিস্থিতি উত্তপ্ত হয়।’’

এ কারণে শ্রমিকরা বাস চালাতে চায়না। বিষয়টি নিরসনে মালিক সমিতির পক্ষ থেকে প্রশাসনের কাছে সহায়তা চাওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বরিশালটাইমসকে জানান- মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের মধ্যে দ্বন্দ্বের জেরে চলমান বাস ধর্মঘট স্বাভাবিক করতে চেষ্টা চলছে। তবে বাস টার্মিনালে সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’’

পটুয়াখালি

আপনার ত লিখুন :

 

ই বিের ও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  শিক্ষক নিয়োগ: ঘুসের টাকা ফেরত দিলেন প্রতিমন্ত্রী জাকির হোসেন  বরিশালসহ তিন বিভাগে পুরুষ কমছে  শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা  ভোটে প্রার্থীকে ব্যয় করতে হবে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে: ইসি  ভারত থেকে শীঘ্রই আসছে ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ!  বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে মানবাধিকার দিবস উদযাপন  স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে বরিশালে সভা  পণ্যের দাম বেশি রাখায় ২ দোকানিকে জরিমানা  হামলা চালিয়ে ঘর ভেঙে নেওয়ার ভিডিও ভাইরাল  বাকেরগঞ্জে ধরাছোঁয়ার বাইরে ভূমিদস্যু আল-আমিন