কুয়াকাটার পর্যটন কর্পোরেশনের আবাসিক হোটেল হলিডে হোমস এবং মোটেল ইয়ুথ-ইন’র ম্যানেজার মো. ফারুকুজ্জামানকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার বেলা ১০টার দিকে তাকে মহিপুর থানা পুলিশ গ্রেফতার করে।
যৌতুকের দাবিতে মারধর এবং স্ত্রীর অনুমতি ছাড়া ফের বিয়ের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে- ফারুকুজ্জামানের স্ত্রী ইসরাত জাহান কলী বৃহস্পতিবার কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এ মামলাটি করেছেন। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার বাদী ইসরাত জাহানের বাবা আজিমপুর গ্রামের বাসিন্দা মো. সাঈদুর রহমান বরিশালটাইমসকে জানান, ২০০৯ সালে ফারুকুজ্জামান তার সামান্য শারীরিক প্রতিবন্ধী মেয়ে ইসরাতকে বিয়ে করেন। এসময় মেয়ে-জামাইয়ের সংসার গড়তে আট লাখ টাকা দেন। এরপরেও আরও বিপুল পরিমান টাকা দিয়েছেন। ফের আরও ২০ লাখ টাকা দাবি করে আসছিলেন।
কোন উপায় না পেয়ে আইনি প্রতিকার চেয়ে ইসরাত মামলা করেন। বিজ্ঞ আদালত ফারুকুজ্জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ দম্পতির ৪ বছরের ফাতেমা নামের এক মেয়ে রয়েছে।
এছাড়া প্রথম স্ত্রীকে ডিভোর্স দেয়া হলেও ফের তার সঙ্গে ফারুকুজ্জামান সম্পর্ক গড়ে তোলেন।”
পটুয়াখালি