বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০১:১৭ অপরাহ্ণ, ২৩ মে ২০১৬
বরিশাল: ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে পটুয়াখালীতে কল্পনা রানী দাস (৭০) নামে আরও এক বৃদ্ধা মারা গেছেন। রবিবার (২২ মে) বিকালে বরিশাল মেডিকেল থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।নিহত কল্পনা ভোলা জেলার লালমোহন উপজেলার হীরা লাল দাসের স্ত্রী ।
শনিবার (২১ মে) রোয়ানুর প্রভাবে সৃষ্ট ঝড়ো হাওয়ায় গাছচাপা পড়ে আহত হয়েছিলেন কল্পনা রানী। এ নিয়ে রোয়ানুর কারণে পটুয়াখালীতে দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার উত্তর লক্ষ্মীপুর লিজাবাদ গ্রামে ঘরচাপায় নয়া বিবি (৫২) নামে এক নারী নিহত হয়েছিলেন। আর সারা দেশে রোয়ানুর আঘাতে নিহতের সংখ্যা ২০ জনে গিয়ে দাঁড়াল।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, কল্পনা রানী পটুয়াখালী জেলার দুমকি উপজেলার উত্তর পাংগাশিয়া গ্রামে তার মেয়ের জামাই সুধাংশু দাসের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার সকালে ঝড়ে একটি গাছ উপড়ে সুধাংশুর ঘরের ওপরে এসে পড়লে ঘরটি ক্ষতিগ্রস্থ হয়। এ সময় কল্পনা রানী গুরুতর আহত হন। আহতাবস্থায় কল্পনা রানীকে বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য কল্পনাকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় কল্পনার মেয়ের জামাই সুধাংশু-ও আহত হন। তিনি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পটুয়াখালী জেলা প্রশাসক একেএম শামিমুল হক জানান, রোয়ানুর কবলে নিহত নয়াবিবি ও কল্পনাকে ২০ হাজার টাকা করে ও আহতদের ১০ হাজার টাকা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সাহায্য দেওয়া হবে।