পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীর ওপর সেতু নির্মাণ কাজের ক্রেন ভেঙে সোহেল (৩৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।
সোমবার (৬ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে নির্মাণ কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
সোহেল মানিকগঞ্জের বাসিন্দা। তিনি দলনেতার সাথে এখানে সেতু নির্মাণ কাজ করতে এসেছেন।
বরিশাল শেরে বাংলা মেডিকেলে কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন সোহেল পড়ে গিয়ে আহত হলে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।
পটুয়াখালি