পটুয়াখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সুপারি পাড়ার দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ৩জন জখম হয়েছেন। জেলার দুমকি উপজেলার রাজাখালী গ্রামে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে।
আহতদের গুরুতর অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধীয় জমির গাছ থেকে সুপারি পাড়তে গেলে প্রতিপক্ষ মুজাফ্ফর গং বাধা দিলে দু’পক্ষের ঝগড়া হয়।
এ সময় মুজাফ্ফর গংদের নারীসহ অন্তত ১০/১২জন লোকজন দৌড়ে এসে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। হামলায় গনি (৫০), আসমা (৩৮) ও শামসুন্নাহার (৪০) গুরুতর জখম হয়।
আহতদের ডাকচিৎকারে প্রতিবেশী লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
দুমকি থানার ওসি দিবাকর দাস বরিশালটাইমসকে বলেন, ঘটনাটি শুনেছি, তবে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’’
পটুয়াখালি