বরিশাল: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে খেপুপাড়া নামের একটি জুয়েলার্স থেকে ২২ টি স্বর্ণের বার জব্দ করেছে পটুয়াখালী র্যাব-৮।
শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে শহরের নতুন বাজার এলাকায় র্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানের মালিক বল্লভ কর্মকার (৫৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করা হয়। পটুয়াখালী র্যাব ৮ এ তথ্য নিশ্চিত করেছেন।
পটুয়াখালী র্যাব ৮ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রোকউজ্জামান জানান, সন্ধ্যা ৬টার দিকে র্যাবের একটি দল কলাপাড়া উপজেলায় খেপুপাড়া নামে একটি জুয়েলার্সে অভিযান চালায়। ওই প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ২২টি স্বর্ণের বার জব্দ করা হয়। এসময় স্বর্ণ চোরা চালানীর অভিযোগে বল্লভ কর্মকার নামে ওই প্রতিষ্ঠানের মালিককে আটক করা হয়।