১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

পটুয়াখালীতে ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ আটক ১

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:১৫ অপরাহ্ণ, ২২ ডিসেম্বর ২০১৯

পটুয়াখালীর দশমিনায় ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ মো. মোকলেসুর রহমান (৫০) নামের এক ব্যবসায়ী আটক করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার দশমিনা কাঁচা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-৮ ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব-৮ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দশমিনা কাঁচাবাজারে অভিযান চালিয়ে ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ব্যবসায়ী মোকলেসুর রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় আটক ব্যবসায়ীকে নিষিদ্ধ পলিথিন মজুত রাখার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশোধনী আইন ২০১০ এর ৬(ক) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদণ্ড ধার্য করে। আটক পলিথিন পুড়িয়ে ধ্বংস করা হয়।

12 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন