১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

পটুয়াখালীর একটি ট্রলারসহ পাঁচ জেলে নিখোঁজ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:০৮ অপরাহ্ণ, ২৫ ডিসেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, পটুয়াখালী:: সাগরে মাছ শিকার করতে গিয়ে নামবিহীন একটি ট্রলারের পাঁচ জেলে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় মঙ্গগলবার বিকেলে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ জেলেরা হলেন- শিপন হাওলাদার (২১), আলম হাওলাদার (১৮), হাসান সিকদার (১৬), মাফি (১৫) ও রায়হান (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার পায়রাবন্দর সংলগ্ন রামনাবাদ চ্যানেলে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজের ঘটনা ঘটে। এদের মধ্যে রায়হানের বাড়ি বরিশাল। বাকি চার জনের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের চাইলতাবুনিয়া গ্রামে।

নিখোঁজ জেলে শিপন ও আলমের পিতা রফিক হাওলাদার জানান, ঘটনার পর তাদের মোবাইলে ফোন দিয়ে সংযোগ না পাওয়ায় তারা কয়েকদিন ধরে সাগরে ট্রলার নিয়ে খুঁজতে যান। মঙ্গলবারও দু’টি ট্রলার পাঠানো হয়েছে। তাদের পরিবারের সবাই বিমর্ষ হয়ে পড়েছে বলে তিনি জানান।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বরিশালটাইমসকে জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

17 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন