পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীর ভাঙনের কবলে পড়েছে স্থানীয় বাসিন্দারা। ভাঙন রোধের ব্যবস্থা না নিলে বর্ষার আগেই বীজ বর্ধন খামারের অধিকাংশ তেঁতুলিয়ার গর্ভে বিলীন হয়ে যাবার আশংকা দেখা দিয়েছে।
বীজ বর্ধন খামার সূত্রে জানা গেছে- ২০১৩ সালে ১ হাজার ৪৪ দশমিক ৩৬ একর জমি নিয়ে বীজ বর্ধন খামারের কার্যক্রম শুরু হয়। ওই বছরের ১৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীজ বর্ধন খামারের উদ্বোধন করেন।
বর্তমানে বীজ বর্ধন খামারে ৬’শ একর জমি রয়েছে। এর মধ্যে ৪’শ ২০ একর জমি চাষাবাদ হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, বীজ বর্ধন খামারের উওর-পশ্চিম দিকের অংশ তেতুলিয়ার নদীর তীব্র ভাঙনের কবলে পরেছে। ইতিমধ্যে নদী ভাঙনে ৪৪.৩৬ একর জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বীজ বর্ধন খামারের ভাঙন ঝুঁকিতে রয়েছে মসজিদ, গোডাউন, অফিস ভবন ও নবনির্মিত বায়ো গ্যাস প্লান্ট।
খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ২৭ নবেম্বর জিওবির অর্থায়োনে প্রায় ৯ কোটি টাকা ব্যায় নির্মিত বায়োগ্যাস প্লান্টটি বীজ বর্ধন খামারে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
বীজ বর্ধন খামারের উপ-পরিচালক কিশোর কুমার বরিশালটাইমসকে বলেন, নদী ভাঙনের বিষয়টি কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
Other