পটুয়াখালীর দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষধর সাপের উপদ্রব দেখা দিয়েছে। বিষধর সাপ আতঙ্কে সময় কাটাচ্ছেন করছেন চিকিৎসক, নার্স, কর্মচারী এবং রোগীরা। বৃহস্পতিবার দুপুরে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রান্নাঘরে সাপ একটি বিষধর সাপ দেখতে পান হাসপাতালের কর্মরত চিকিৎসক, নার্স-কর্মচারীরা।
সেখানকার স্টাফরা জানিয়েছে- বেলা সাড়ে ১১টায় উপজেলার উলানিয়া এলাকার মৃত ইয়াছিন গাজীর ছেলে ওজা আব্দুল রবকে মুঠোফোনে খবর দেয় চিকিৎসকরা। পরে দুপুর সাড়ে ১২টায় ওঝা আব্দুল রব এসে রান্না ঘর থেকে ৪ ফুট লম্বা ১টি খইয়া জাইদ (আঞ্চলিক ভাষায়) সাপ উদ্ধার করেন।
এ ঘটনায় বিষধর সাপ আতঙ্কে সময় কাটাচ্ছেন চিকিৎসক,নার্স,কর্মচারীসহ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স নার্স অনিতা বরিশালটাইমসকে বলেন, কয়েক দিনে হাসপাতাল থেকে আরো ৩টি সাপ উদ্ধার করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, তারা বিষধর সাপের ভয়ে সময় পার করছেন। রোগের চেয়ে তাঁরা এখন সাপকেই বেশি ভয় পাচ্ছেন বলেও কেউ কেউ বলেন।
ওঝা আব্দুল রব বরিশালটাইমসকে বলেন, তিনি ১০ থেকে ১২ বছর ধরে সাপ ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করেছেন।
দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা গোলাম মোস্তফা বরিশালটাইমসকে বলেন, সাপ তেমন গুরুতর বিষয় নয়। হাসপাতালে চারপাশ আরো ক্লিন করার চেষ্টা করছি।
শিরোনামপটুয়াখালি