৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

পটুয়াখালীর সার্কেল এএসপিকে প্রত্যাহারের নির্দেশ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:২৭ অপরাহ্ণ, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

পটুয়াখালির বাউফল থানায় যুবক আটকে নির্যাতন ঘটনায় সার্কেল এএসপি সাইফুল ইসলামকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে নির্যাতনের শিকার হাফিজুর রহমান বিজয়ের পরিবারকে নিরাপত্তা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ (২৭ ফেব্রুয়ারি) সোমবার এ আদেশ দেন।

এর আগে আদালতের তলব আদেশে সোমাবর হাইকোর্টে হাজির হন এএসপি ও ওসি। শুনানি শেষে সোমবার এই আদেশ দেয় হাইকোর্ট।’’

গত ১৪ ফেব্র“য়ারি একটি জাতীয় দৈনিকে ‘বাউফলে ওসির রুমে নির্যাতন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়- থানা হাজত থেকে এক আসামিকে ওসির রুমে নিয়ে নির্যাতন করা হয়েছে। তার নাম হাফিজুর রহমান বিজয়।

বাবার নাম শামসুল হক খান। কনকদিয়া ইউনিয়নের কলতা গ্রামে তার বাড়ি।

বিজয়ের মা জোসনা বেগম অভিযোগ করেন- রোববার সন্ধ্যার দিকে একটি মামলায় তার ছেলে হাফিজুর রহমান বিজয়কে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এবং ওই দিন রাত ১২টার পর তাকে থানা হাজত থেকে বের করে ওসির রুমে এনে শারীরিক নির্যাতন করেন। রাত দেড়টা পর্যন্ত কয়েক দফা তার ছেলের ওপর নির্যাতন চালানো হয়। লাঠি দিয়ে তার ছেলেকে পেটানো হয়েছে। এই প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট করেন বিজয়ের মা জোসনা বেগম।

আদালতে রিট আবেদনের পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও অ্যাডভেকেট ফারুক হোসেন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট অন্তবর্তিকালীন আদেশ ও রুল জারি করে। রুলে হেফাজতে নিয়ে নির্যাতন কেন বেআইনি এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়।’’

15 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন