৪৩ মিনিট আগের আপডেট রাত ৯:১ ; বৃহস্পতিবার ; মার্চ ২৩, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

পটুয়াখালী/ ঘূর্ণিঝড়ে ড্রেজার ডুবে নিহত ৮ জনের পরিবারের পাশে জামায়াত আমির

Mahadi Hasan
৮:২০ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২২

পটুয়াখালী/ ঘূর্ণিঝড়ে ড্রেজার ডুবে নিহত ৮ জনের পরিবারের পাশে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ড্রেজার ডুবে পটুয়াখালী সদর উপজেলার আটজনের মৃত্যুতে তাদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানাতে এবং সার্বিক খোঁজ-খবর নিতে মঙ্গলবার (১ নভেম্বর) তাদের বাড়িতে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

এ সময় জামায়াত আমির নিহতদের পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সার্বিক খোঁজ-খবর নেন। তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা, শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মহান আল্লাহর ওপর ভরসা করে ধৈর্য্যধারণ করতে বলেন। নিহতদের পরিবারের সব সমস্যা মোকাবেলায় সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাযী ও পটুয়াখালী জেলা আমির মো: শাহ আলম প্রমুখ।

ডা: শফিকুর রহমান বলেন, আমরা আশা করবো বার্জের মালিকপক্ষ যারা আছেন তারা তো এই শ্রমিকদেরই ঘাম ঝরানো পরিশ্রমের ফসল এতদিন ভোগ করেছেন। তারাও যেন এসে একটু দেখে যান।

যদি ইতোমধ্যে তারা এসে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসেন তাহলে আমাদের এই আওয়াজ তাদের কানে যেন মহান আল্লাহ পৌঁছে দেন। সবাই এলে আমাদের এই ভাই-বোনদের দুঃখ অল্প অল্প করে আমরা ভাগ করে নিব।

এতে তাদের দুঃখ হালকা হয়ে যাবে। আল্লাহ তায়ালা আমাদের এই চেষ্টাকে কবুল করুন। আমাদের এই চেষ্টায় যদি নিয়তের কোনো নাপাকি থাকে তাহলে মহান আল্লাহ মাফ করুন। এখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামীনের তামাম এবাদত-বন্দেগি করার তাওফিক দান করুন।

তিনি বলেন, আল্লাহর হাবিব সা: বলেছেন, ‘মানুষের মধ্যে সেই সবচেয়ে উত্তম যে মানুষের কল্যাণে কাজ করে।’ আল্লাহ যেন আমাদের সবাইকে মানুষের ভালো চিন্তা করার তাওফিক দান করেন।

আমরা যে আশা করে ন্যায়-ইনসাফভিত্তিক সর্বজনিন কল্যাণরাষ্ট্র হিসেবে দেশটাকে দেখতে চাই আল্লাহ যেন আমাদের জনগণের সে-ই আশা পূর্ণ করেন। আমরা দল-মত-ধর্ম-বর্ণ-এলাকা নির্বিশেষে বাংলাদেশের যেকোনো প্রান্তে, যেকোনো মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সর্বদা তাদের পাশে থাকব, ইনশাআল্লাহ। এ সময় জামায়াত আমির নিহতদের পরিবারগুলোর হাতে নগদ আর্থিক সহযোগিতা তুলে দেন।

 

পটুয়াখালি, বিভাগের খবর

আপনার মমত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  আকাশে পবিত্র রমজানের চাঁদ  নৌকায় ভোট চাইলেন এমপিপত্নী  কাঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে জখম  আগামীতে অনেক যড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচন করতে হবে: ড. শাম্মী আহমেদ  ১০ উইকেটের বিশাল জয়ে সিরিজ নিশ্চিত টাইগারদের  ৭০ বছর বয়সে এসে বিয়ে করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক  নুরজাহানের ঘর নির্মাণে এমপি রত্না আমিন এবং ইউএনও সজল চন্দ্র শীলের অর্থসহায়তা  প্রধানমন্ত্রীর সঙ্গে ভাত খেতে চাইলেন বানারীপাড়ার মনোয়ারা বেগম  বাউফলে কৃষকলীগ নেতার বসতঘরে হামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার  যাতায়াতের একমাত্র ব্রিজটি ৭ বছর ধরে চলাচলের অনুপযোগী