২৩ seconds আগের আপডেট সন্ধ্যা ৬:১ ; মঙ্গলবার ; সেপ্টেম্বর ২৬, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

পটুয়াখালী স্পিডবোট সংঘর্ষে নিখোঁজ যাত্রীর লাশ উদ্ধার

বরিশালটাইমস রিপোর্ট
৮:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

বার্তা প্রতিবেদক, পটুয়াখালী:: পটুয়াখালীর গলাচিপার পানপট্টি লঞ্চঘাট এলাকায় দুই স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ একযাত্রীর লাশ তিনদিন পর উদ্ধার হয়েছে। বুধবার সন্ধ্যায় চরকারফারমা সংলগ্ন আগুনমুখা নদী থেকে জেলেরা জাল টেনে এ লাশ উদ্ধার করেছে।

লাশটি পটুয়াখালী সদর উপজেলার ধরান্দি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. আইউব আলীর (২৫) এবং তিনি ওষুধ কম্পানি রেফকোর বিক্রয় প্রতিনিধি ছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে। তার নিখোঁজের ঘটনায় পরিবার গলাচিপা থানায় একটি জিডিও করেছে। স্পিডবোট সংঘর্ষের ঘটনায় এখনও এক যাত্রী নিখোঁজ রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। তবে পুলিশ এ তথ্য নিশ্চিত করতে পারেনি।

আগুনমুখা নদীতে দুই স্পিডবোট সংঘর্ষের ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যার পর। স্পিডবোটের পরিচালক মো. মোমেন জানান, ঘটনার সময়ে আহমেদ এন্টারপ্রাইজের একটি স্পিডবোট কয়েকজন যাত্রী নিয়ে রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া থেকে গলাচিপার পানপট্টি ঘাটে আসছিল। পায়রা তাপবিদ্যুত কেন্দ্রের অপর একটি স্পিডবোট পেছন থেকে যাত্রীবাহী বোটে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়। এ সময় স্থানীয় লোকজন ট্রলার নিয়ে স্পিডবোটের ড্রাইভারসহ চারজনকে উদ্ধার করে।

এ ঘটনায় এখনও গলাচিপার পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামের শাজাহান হাওলাদারের ছেলে হারুন (৩০) নিখোঁজ রয়েছে। নিখোঁজ হারুন পেশায় মোটরসাইকেল ড্রাইভার। স্পিডবোটের আরেক পরিচালক মো. ইলিয়াস জানান, হারুন মোটরসাইকেল বিক্রির টাকা নিয়ে রাঙ্গাবালী থেকে ফিরে আসছিল। গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ মোটরসাইকেল ড্রাইভার হারুন স্পিডবোট ডুবিতে নিখোঁজ হয়েছে তা শতভাগ নিশ্চিত করতে পারেননি। তবে লাশের পরিচয় নিশ্চিত করেছেন পরিবারের লোকজন।

এ প্রসঙ্গে গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ বলেন, আমরা সরেজমিনে পানপট্টি লঞ্চঘাট আছি। উদ্ধার হওয়া আইয়ুবের লাশ শনাক্ত করেছে তা প্রসঙ্গত-বর্তমানে পানপট্টি-কোড়ালিয়া রূটে তিনটি এবং বোয়ালিয়া-কোড়ালিয়া রূটে পাঁচটি স্পিডবোট যাত্রী পারাপার করে থাকে। এ রূটে ভয়ঙ্কর আগুনমুখা নদী পাড়ি দিতে হয়। কিন্তু রাতের বেলা এ রুটে যাত্রী পারাপার ঝুঁকিপূর্ণ হলেও সকলেই তা উপেক্ষা করছে।

পটুয়াখালি, বিভাগের খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  তামিম ইকবাল থাকছেন না বিশ্বকাপ স্কোয়াডে!  প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়ন করেন: এমপি শাওন  মোহাম্মদপুরের ‘রক্তচোষা’ জনি গ্রেপ্তার  সিজার টেবিল থেকে জীবন বাঁচাতে ওসির দরজায়  বরগুনায় হৃদয় হত্যা: ১৬ কিশোরের বিভিন্ন মেয়াদে সাজা  ছাত্রলীগ নেত্রীর বক্তব্যে ক্ষুব্ধ রাবির ভিসি, প্রো-ভিসি  বরিশালে ২৪ ঘণ্টায় ভর্তি ৪০৭ ডেঙ্গুরোগী, মৃত্যু ৩  গণপিটুনির ভয়ে ৯৯৯ এ কল করে পুলিশ পাঠাতে বলল চোর  নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে : ইসি আনিছুর  শান্তর ফিফটিতে একশ’ ছাড়াল বাংলাদেশ