নারায়ণগঞ্জে লাইটার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও নৌযান শ্রমিক ফেডারেশনের তিন শ্রমিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের বিচার সহ ১১দফা দাবিতে বৃহস্পতিবার দিনগত রাত ১২টা থেকে ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ নৌযান শ্রমিক ফেডারেশন এর বরিশাল আঞ্চলিক সভাপতি আবুল হাসেম এই তথ্য নিশ্চিত করেন।
আবুল হাসেম বলেন, ‘ঢাকা থেকে আমোদের কেন্দ্রীয় সভাপতি শাহআলম ভূইয়া এবং সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম টেলিফোনে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছেন।’
বরিশালের খবর