৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

পদক আনতে ঢাকার পথে ঝালকাঠির সাংবাদিক রেজাউল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪৯ অপরাহ্ণ, ০৭ মে ২০১৬

বরিশাল: ঝালকাঠির তরুণ সাংবাদিক এসএম রেজাউল করিম সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় পুরস্কারস্বরূপ পদক ও সংবর্ধনা পাচ্ছেন। ঢাকাসহ সারাদেশের ১০০ সাংবাদিককে সংবর্ধনা দেবে নতুন ধারা ফাউন্ডেশন। তাদের মধ্যে রেজাউল করিমও রয়েছেন।

রোববার সকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সাংবাদিকতায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ রিপোর্টিংয়ের জন্য ঢাকা ও সারাদেশের বিভিন্ন জেলার ১০০ সাংবাদিকের হাতে সম্মননা ক্রেস্ট তুলে দেবেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

গত বছরও ১০০ সাংবাদিককে কৃষি বিষয়ক রিপোটিংয়ের জন্য বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেষ্ট দেয় এই সংগঠনটি। সাংবাদিক এস এম রেজাউল করিম শীর্ষ জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন, সংম্প্রচারের অপেক্ষায় থাকা চ্যানেল নিউজ২৪ এবং ঢাকা ট্রিবিউন পত্রিকায় ঝালকাঠি জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে কাজ করছেন।

এসএম রেজাউল করিম বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ঝালকাঠি রিপোটার্স ইউনিটির সভাপতি।

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান শেষে থাকবে “রবিন্দ্র সন্ধ্যা”। সাংবাদিক রেজাউল ইসলাম জানিয়েছেন, পদক আনতে শনিবার রাতে তিনি বরিশাল থেকে লঞ্চযোগে ঢাকায় রওনা হয়েছেন।’

27 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন