বার্তা পরিবেশক, অনলাইন::: রাজবাড়ীতে পদ্মায় পাথর বোঝাই ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চার শ্রমিকের সন্ধান এখনো মেলেনি।
শনিবার সকাল পর্যন্ত তাদের কোনো সন্ধান পাননি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজ শ্রমিকরা হলেন- সিরাজগঞ্জের নূরুজ্জামান (৪০), ফারুখ (৪০), আব্দুল (৪৩) ও আলামিন শেখ (৪৫)। তাদের বাড়ি সিরাজগঞ্জ বলে জানালেও পুলিশ ঠিকানা বলতে পারেনি।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুর রহমান জানান, শুক্রবার ট্রলারটি পাবনার কাজীরহাট থেকে পাথর নিয়ে রাজবাড়ীর গোদার বাজার ঘাটে যাচ্ছিল। দুপুরে প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারটিতে ১০ জন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠলেও চারজন নদীতে ডুবে নিখোঁজ হন।
খবর পেয়ে রাজবাড়ীর গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও পাটুরিয়া থেকে ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে শনিবার সকাল পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যায়নি।
দেশের খবর