বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০২:১০ অপরাহ্ণ, ০৯ জুন ২০২২
পদ্মা সেতু হয়ে ঢাকা টু বরিশাল বাস ভাড়া ৪১২ টাকা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩ রুটমুখী বাসের ভাড়া নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
রাজধানীর সায়েদাবাদ থেকে নির্ধারিত গন্তব্যের দূরত্ব হিসাব করে এ ভাড়া নির্ধারণ করা হয়।
বিআরটিএর পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা-মাদারীপুর-বরিশাল রুটের ভাড়া ৪১২ টাকা। ঢাকা-রাজৈর-গোপালগঞ্জ রুটে ভাড়া হবে ৫০৪ টাকা। ঢাকা-গোপালগঞ্জ-খুলনার ভাড়া ৬৪৯ টাকা।
ঢাকা-জাজিরা-শরীয়তপুর রুটের ভাড়া হবে ২১৮ টাকা। অন্যদিকে ঢাকা-বরিশাল-পিরোজপুরের ভাড়া ৫৩৪ টাকা এবং ঢাকা-গোপালগঞ্জ-বাগেরহাট-পিরোজপুরের ভাড়া হবে ৬২৮ টাকা।
ঢাকা-বরিশাল-পটুয়াখালীর ভাড়া ৫০১ টাকা। ঢাকা-ভাঙ্গা-মাদারীপুরের ভাড়া ৩২৭ টাকা এবং ঢাকা-গোপালগঞ্জ-খুলনা-সাতক্ষীরার ভাড়া হবে ৬৩৩ টাকা।
অন্যদিকে ঢাকা-ভাঙ্গা-ফরিদপুরের ভাড়া ২৮৮, ঢাকা-মাদারীপুর-বরিশাল-ভোলা-চরফ্যাশনের ভাড়া ৬৫৩ এবং ঢাকা-বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু-শরীয়তপুরের ভাড়া ২১৯ টাকা।
ঢাকা-মাদারীপুর-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা রুটের ভাড়া ৬৯৪ টাকা হবে।’