পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্রলীগের বরিশাল ক্যাম্পাস শাখা কমিটি গঠন নিয়ে একপক্ষ বিভিন্ন অপপ্রচারে নেমেছে বলে অভিযোগ উঠেছে। ‘ফেসবুকে’ একাধিক একাউন্ট খুলে সেখান থেকে বর্তমান ছাত্রলীগকে জড়িয়ে কুৎসামূলক রটনা রটিয়ে বিভ্রান্ত করছে। এসব পেজ থেকে নানা অসত্য তথ্য উপস্থাপন করা হচ্ছে বলে ছাত্রলীগের কয়েক নেতা অভিযোগ করেন।
গত ২৮ জানুয়ারি আবির মাহমুদকে সভাপতি ও শাওন দেবনাথকে সাধারণ সম্পাদক করে ওই শাখা কমিটির অনুমোদন দেয় পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মোশায়েদুল ইসলাম সাদি ও সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম।
একটি সূত্র জানিয়েছে, ছাত্রলীগের বহিস্কৃত কয়েকজন নেতা ও তার কতিপয় দোষরেরা এ কাজটি করছে বলে অভিযোগ উঠেছে। ছাত্রলীগের নামে ভুয়া পেজ খুলে সেখান থেকে বরিশাল ক্যাম্পাস শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে জড়িয়ে নানা বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। নতুন কমিটিকে বিতর্কিত করতে একটি চক্র ‘মিশন’ নিয়ে মাঠে নেমেছে। তারা টাকা ছড়িয়ে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। তবে ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে ‘ফেসবুকে’ বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে সক্রিয় ছাত্রলীগের অধিকাংশ নেতাকর্মী। তারা এসব প্রচারণাকে উস্কানীমূলক ও বিভ্রান্তিকর মন্তব্য করে পাল্টা সমালোচনা করেছেন।
ছাত্রলীগের অনেক নেতাই মনে করেন, পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে ছাত্রলীগের নতুন কমিটি গঠন নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছেন তারা আদতে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত নয়। তারা বিএনপি-জামাতের এজেন্ডা নিয়ে কাজ করছেন।
এ ব্যাপারে পবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ছাত্রলীগের বরিশাল ক্যাম্পাস শাখা কমিটির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য কয়েকটি অনলাইন ও ফেসবুকে পরিবেশন করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি’।
তিনি আরও বলেন, আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের পদ দেওয়া হয়েছে। যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে ছাত্রলীগের নিয়মিত কর্মসূচিতে অংশগ্রহণ করে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে এবং যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই তাদেরকে এ কমিটিতে মূল্যায়ন করা হয়েছে।
ক্যাম্পাসের খবর