৪ িনিট আগের আপডেট বিকাল ৫:৪৯ ; বুধবার ; নভেম্বর ২৯, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

পবিপ্রবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

বরিশালটাইমস রিপোর্ট
১:৫২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৭

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতি ক্রিকেট খেলা কেন্দ্র করে শাখা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে জসীম,মিজান,নিলয়,হিমেল ও আশিকসহ কমপক্ষে ৭ ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়।
জানা গেছে, বুধবার বিকেলে প্রীতি ক্রিকেট ম্যাচে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ‘প্রেসিডেন্ট ওয়ারিয়র্স’ ও ‘সেক্রেটারী ওয়ারিয়র্স’ এ দুটি দলে বিভিক্ত হয়ে খেলায় অংশগ্রহন করেন। খেলায় সেক্রেটারী ওয়ারিয়র্স দলটি জয় পেলে খেলার মাঠে দু’দলের সমর্থকদের মধ্যে সাময়িক উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে এর জের ধরে রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের দু’গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে লিপ্ত হওয়া ছাত্রলীগের এক পক্ষ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আনিসুজ্জামান আনিস ও অন্য পক্ষ সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমনের অনুসারী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে ওই হলে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে।রাত সোয়া ১২টার দিকে সাধারণ সম্পাদক রিমনের অনুসারীরা হলে দখল নিলে আনিস গ্রুপের নেতাকর্মীরা হলের বাইরে অবস্থান নেয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ও হল প্রভোস্টরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সহযোগিতা চাইলে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ একটি টিম ক্যাম্পাসে প্রবেশ করে। কয়েক দফা সংঘর্সের পর রাত আনুমানিক ২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগের সিনিয়র নেতাকর্মীদের মধ্যস্থতায় পরিস্থিতি পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর পূর্ণেন্দু বিশ্বাস বলেন,‘ছাত্রলীগের দু‘গ্রুপের মধ্যে ভুল বোঝাবুঝির ফলে সমস্যা হয়েছিল। পরে বিষয়টি মীমাংসা করা হয়েছে।’

খবর বিজ্ঞপ্তি, পটুয়াখালি

আপনার ত লিখুন :

 

ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বামনায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা  কলাপাড়ায় ৪০ জন নারী পেলো সেলাই মেশিন  আমতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু  প্রধানমন্ত্রী উপদেষ্টা পদ থেকে সজীব ওয়াজেদ জয়ের পদত্যাগ  ভোটের তারিখ বদলে তফসিল পেছালে মানবে না আ.লীগ  ছারছীনা দরবার শরীফের ১৩৩তম ইছালে সওয়াব মাহফিল শুরু  বঙ্গবন্ধু টানেলে গড়ে প্রতিদিন গাড়ি চলেছে সাড়ে ৫ হাজার  বানারীপাড়া বন্দর মডেল স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ডান্ডাবেড়িতো ঘৃণ্য অপরাধে পরানো হয়: বললেন, হাইকোর্ট  ভাণ্ডারিয়ায় জেপি যুবসংহতী নেতার ঘের থেকে অস্ত্র ও গুলি উদ্ধার