বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৫:৪১ অপরাহ্ণ, ১৬ ডিসেম্বর ২০১৬
বিজয় দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের জয়বাংলার পাদদেশে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপচার্য প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার,বিভিন্ন অনুষদের ডিন,বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন পর্যায়ক্রমে জয়বাংলার পাদদেশে ফুল দিল মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় দিবস প্যারেড শেষে সকাল ৯টায় একটি বিজয় শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। পরে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে রেজিস্ট্রার প্রফেসর জেহাদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন,প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান,প্রফেসর স্বদেশ চন্দ্র সামন্ত,ড. গোপাল সাহা,ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমন,শিক্ষার্থী মো. নাইম হোসেন,কর্মচারী আব্দুল খালেক মৃধা প্রমুখ। এছাড়াও দিবসটি উপলক্ষে প্রীতি ভলিবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।