পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) একাডেমিক ভবন থেকে বোরকা পরিহিত অবস্থায় এক যুবককে(২৫) আটক করেছে নিরাপত্তাকর্মীরা। অাটক যুবকের নাম সানজিদ আহমেদ।
বৃহষ্পতিবার সকাল ১০ টার দদিকে বোরকা পরিহিত ওই যুবকের কন্ঠস্বর এবং চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে আটক করে একাডেমিক ভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা।
এসময় তার হাতে ও পায়ে কালো মোজা পরিহিত ছিল। পরে ওই যুবককে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস তার নিজ কক্ষে নিয়ে যান।
প্রক্টর অফিস সূত্রে জানা গেছে- পবিপ্রবির এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক থাকার কারনে ওই ছাত্রীর সাথে দেখা করতে আসে আটক হওয়া যুবক। আটক যুবকের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলায়।
সে নর্দান বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী।
পবিপ্রবির প্রক্টর প্রফেসর ড. পূর্নেন্দু বিশ্বাস বরিশালটাইমসকে জানান- আটক যুবকের পরিবারের লোকজনদের খবর দেয়া হয়েছে। তারা এসে ওই যুবককে নিয়ে যাবে।
শিরোনামপটুয়াখালি