পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) কৃষি অনুষদের ৮ম সেমিস্টারের (১৪তম ব্যাচ) শিক্ষার্থীরা তাদের স্নাতক সমাপ্তি উপলক্ষে দিনব্যাপী র্যাগ ডে উদ্যাপন করছেন রোববার। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর মোহম্মদ আলী একাডেমিক ভবনের সামনে কেক কেটে র্যাগ ডে’র উদ্বোধন করেন। এসময় প্রো-ভিসি প্রফেসর মোহম্মদ আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আজ তোমাদের শিক্ষাজীবন পূর্ণতা পেল। জীবনের প্রতিটা ক্ষেত্রে তোমরা পরিপূর্ণ হতে পারো সেই চেষ্টাই প্রতিনিয়ত করবে। আমাদের দেওয়া শিক্ষা ব্যক্তি,সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজে লাগাবে।’
কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলএমএ অনুষদের ডিন আ.ক.ম মোস্তফা জামান,খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. রবিউল হক ফিটো,কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. কাশেম চৌধুরী,সিএসই অনুষদের ডিন প্রফেসর আলী আজগর ভূইয়া,রেজিস্ট্রার প্রফেসর জেহাদ পারভেজসহ শিক্ষার্থীরা। এরপর বর্ণিল এক শোভযাত্রা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। দুপুরের পর শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে র্যাগ ডে উপলক্ষে পুরো ক্যাম্পাসকে রঙিন ও মনোরম পরিবেশে সাজানো হয়। কৃষি অনুষদের প্রায় ৪০০ শিক্ষার্থীর শিক্ষাজীবনের শেষ দিনের আনন্দ উচ্ছ্বাসে ক্যাম্পাস আনন্দ মুখর হয়ে ওঠে।
শিরোনামক্যাম্পাসের খবর, পটুয়াখালি