পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ভর্তি কার্যক্রম চলবে আগামী ২০ নভেম্বর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মো. মাহফুজুর রহমান সবুজ জানান, টেলিটকের (প্রিপেইড) মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন ফি ৬৫০ টাকা। ভর্তি পরীক্ষা ২ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
আবেদন যোগ্যতা : ২০১৩-১৪ সালে অনুষ্ঠিত এসএসসি এবং ২০১৫-১৬ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আবেদনকারীর অবশ্যই উভয় পরীক্ষায় পৃথকভাবে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ২.৫০ সহ মোট জিপিএ ৬ থাকতে হবে। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.pstu.ac.bd/admission) পাওয়া যাবে। উল্লেখ্য, এবার ৮টি অনুষদে সর্বমোট ৬৫৭টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।