পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) পাঁচ শিক্ষার্থীকে আটকে রেখে মোট অঙ্কের মুক্তিপণের দাবিতে নির্যাতনের প্রতিবাদে আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টায় বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
এসময় বরিশাল-বাউফল সড়কের যান চলাচল প্রায় তিন ঘন্টা বন্ধ থাকে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাসে দেড়টার দিকে সাময়িক আন্দোলন প্রত্যাহার করে আন্দোলনকারী। কৃষি অনুষদের ৩য় সেমিস্টার ছাত্র নাঈম হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে অন্যাদের মাঝে বক্তব্য রাখেন পবিপ্রবি শাখা ছাত্রলীগের কৃষি অনুষদের শিক্ষার্থী সানজিদা রহমান,নাইমুর লিখন,তুষার কান্তি,তুহিন রায়হান,রুবেল আহমেদ,লিথুন আহমেদ লাবিব প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে দুই দিন সময় বেঁধে দেয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয় আন্দোলনকারীরা।
এদিকে ছাত্র নির্যাতনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দিবাকর দাস মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন । প্রসঙ্গত,গত মঙ্গলবার পবিপ্রবির পাঁচ শিক্ষার্থীকে আটকে রেখে মোট অঙ্কের মুক্তিপণের দাবিতে নির্যাতন চালায় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। প্রায় ৫ ঘন্টা জিম্মি থাকার পর স্থানীয়দের সহযোগীতায় মঙ্গলবার রাতে তাদের উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।