৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

পবিপ্রবির ১৭ তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৫৭ অপরাহ্ণ, ০৮ জুলাই ২০১৭

আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে পালিত হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিভিন্ন ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ ও প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী। পরে প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলাচনা সভায় অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর আ.ক.ম মোস্তফা জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ, প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী, শিক্ষক সমিতি সভাপতি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, ডেপুটি রেজিস্ট্রার আরিফ আহমেদ জুয়েল, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ লুৎফর রহমান প্রমুখ।

সভায় বক্তরা বলেন, দক্ষিণাঞ্চলের শিক্ষাব্যবস্থা প্রসারের লক্ষে ২০০০ সালের ৮ জুলাই তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী পটুয়াখালী কৃষি কলেজের অবকাঠামোতেই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

সম্পুর্ণ সেশনজট মুক্ত এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ছাত্র শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সুশীল সমাজের সহযোগীতা কামনা করেন তারা। এসময় বক্তারা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আবদান রাখা স্থানীয় রাজনৈতিক নেতৃৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

16 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন