পরপারে পাড়ি দিলেন দুইবারের কাউন্সিলর হেলাল উদ্দিন
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ব্রেইন স্ট্রোক করে মারা গেছেন ভোলার লালমোহন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হেলাল উদ্দিন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দুপুরে স্ট্রোক করলে প্রথমে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। বিকালের দিকে সেখানে পৌঁছালেই মারা যান তিনি। কাউন্সিলর হেলাল উদ্দিন পৌরসভা ২ নং ওয়ার্ডের হাচন হাওলাদার বাড়ির মৃত খোরশেদ আলমের ছেলে। হেলাল উদ্দিন লালমোহন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন।
তিনি দুই ছেলে- তিন মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। মৃত্যুকালে হেলালউদ্দিনের বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। এদিকে, কাউন্সিলর হেলাল উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভোলা- ৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
তিনি বলেন, হেলাল উদ্দিন ছিলেন দলের জন্য নিবেদিত একজন নেতা। দলকে সবসময় উজ্জীবিত রাখার চেষ্টা করতেন তিনি। লালমোহন উপজেলা আওয়ামী লীগ তাকে আমৃত্যু স্মরণ করে যাবে। তার আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। এছাড়াও কাউন্সিলর হেলাল উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পৌরসভা মেয়র-কাউন্সিলর, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মহল। পরপারে পাড়ি দিলেন দুইবারের কাউন্সিলর হেলাল উদ্দিন
বিভাগের খবর, ভোলা