পরিত্যক্ত স্কুলব্যাগে সাড়ে ১৯ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: যশোরের মণিরামপুরের স্মরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের পেছনে একটি স্কুলভ্যাগ ভর্তি টাকা পাওয়া গেছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা ব্যাগভর্তি টাকা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ব্যাগ খুলে ১৯ লাখ ৬১ হাজার টাকা পাওয়া যায় বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশকে খবর দেওয়া দুই যুবককে আটক করা হয়েছে।
তারা হলেন জুবায়ের হোসেন ও আজাদ। তাদের বাড়ি উপজেলার স্মরণপুর গ্রামে। খোঁজ নিয়ে জানা গেছে, উদ্ধার হওয়া টাকাগুলো ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির ঝিকরগাছা শাখা দপ্তরের। গত শনিবার রাতে দপ্তরটির তালা ভেঙে ২৬ লাখ টাকা ছিনতাই হয়।
এ ঘটনায় ঝিকরগাছা থানার পুলিশ ওই কোম্পানির শাখা ব্যবস্থাপকসহ ছয় কর্মীকে রাতেই আটক করে। তবে নতুন দুজনসহ এ ঘটনায় এখন পর্যন্ত আটজনকে আটক করা হয়েছে। স্মরণপুরের গ্রাম পুলিশ রমজান আলী বলেন, ‘সকালে স্মরণপুর প্রাথমিক বিদ্যালয়ের ভবনের পেছনে স্কুলভ্যাগ ভর্তি টাকা পাওয়া যায়।
পরে ঝিকরগাছা থানা ও মণিরামপুরের খেদাপাড়া ক্যাম্পের পুলিশ এসে লোকজনের সামনে গুনে দেখে ব্যাগে ১৯ লাখ ৬১ হাজার টাকা।’ খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সমেন বিশ্বাস বলেন, ‘ঘটনাটি ঝিকরগাছা থানার। সকালে তারা এসে টাকা উদ্ধার করে নিয়ে গেছে। আমি তাদের সহযোগিতা করেছি।’
ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুজ্জামান বলেন, ‘এটা ছিনতাইয়ের কোনো ঘটনা নয়। ওই টোব্যাকো কোম্পানির লোকজন নিজেরা টাকা রেখে চুরির নাটক সাজিয়েছে। আমরা চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
দেশের খবর