রাজধানীর পল্টন থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক একাধিক মামলার আসামী মো. খলিল মৃধাকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পটুয়াখালী সদর থানা পুুলিশ। শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন রিয়াজ হোটেল থেকে খলিলকে এক নারী ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় সদর থানা পুলিশ বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের পরবর্তী তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
পটুয়াখালীতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বরিশালটাইমসকে জানান, রোববার (০৪ ফেব্র“য়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হোটেল রিয়াজে এক দল মাদক ব্যবসায়ী অবস্থান করছে।
পরে সদর থানার একটি দল অভিযান চালিয়ে একটি কক্ষে অবস্থানরত রীনা আক্তার নামে এক নারী ও ২’শ পিস ইয়াবাসহ খলিলকে গ্রেফতার করে পুলিশ।
খলিলের বরাত দিয়ে ওসি আরও জানান- খলিল ঢাকার পল্টন থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক। তার বাড়ী বাউফল উপজেলার রাজনগর গ্রামে।
তার বাবার নাম আজাহার আলী। পার্শ্ববর্তী পোনাপুরা এলাকার মতিউর রহমানের মেয়ে ধৃত রীনা আক্তার। খলিল বাউফল থানার ৩৬/১৭ এবং পল্টন থানার একাধিক মামলায় জামিনে রয়েছে।’
শিরোনামপটুয়াখালি