পাঁচশত টাকা চুরির অপবাদে শিশু শিক্ষার্থীকে দুই হাত বেঁধে নির্যাতন
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে টাকা চুরির অপবাদে আজমী (৯) নামের এক শিশু শিক্ষার্থীকে ঘরের খুঁটির সঙ্গে দুই হাত বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী পশ্চিম চরউমেদ ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও পাঙ্গাশিয়া গ্রামের মো. মহসিনের ছেলে।
ভুক্তভোগী শিক্ষার্থী আজমী জানায়, সকালে একই বিদ্যালয়ের শিক্ষার্থী মহিন আমাকে তাদের বাসায় খেলতে নিয়ে যায়। এসময় মহিনের বাবা বাহার তার জামার পকেটে থাকা আটশত টাকার মধ্যে পাঁচশত টাকা না পেয়ে আমাকে সন্দেহ করে।
একপর্যায়ে আমাকে চোর সন্দেহে ঘরের খুঁটির সঙ্গে বেধে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করে। আমি বারবার টাকা না নেয়ার কথা বললেও
বাহার আমার কথা না শুনে মাটিতে ফেলে বুকে পা চাপা দিয়ে টাকা নেয়ার কথা বলতে বলে।
এসময় আমি চিৎকার দিলে বাহারের স্ত্রী এসে আমার মাকে খবর দেন। শিক্ষার্থী আজমীর মা পারভিন বেগম বলেন, বাহারের স্ত্রী খবর দিলে আমি গিয়ে দেখি আজমীকে তাদের ঘরের খুঁটির সঙ্গে দুই হাত বেঁধে রেখেছে।
তার শরীরে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। যার জন্য আজমীকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। অভিযুক্ত বাহারের কাছে ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ওই ছেলে একটা চোর।
আজকে আমার জামার পকেটে থাকা পাঁচশত টাকা চুরি করে আজমী। মাথা গরম থাকায় লাঠি দিয়ে তাকে আঘাত করেছি এবং কয়েকটি চড়-থাপ্পড় মেরেছি।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, নির্যাতনের শিকার ওই শিশু শিক্ষার্থীর মা
থানায় এসেছে। এ ঘটনায় আমরা খুব শিগগিরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।