শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, দেশের যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে পাকিস্তান সরকারের কর্মকাণ্ডই প্রমাণ করে নিজামি-মুজাহিদরা প্রকৃতই যুদ্ধাপরাধী। তাদের শাস্তির রায় কার্যকর করা সঠিক হয়েছে।
মন্ত্রী শনিবার দুপুরে ঝালকাঠি পৌরসভা প্রাঙ্গণে তার সম্মানে এক নাগরিক সংবর্ধনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ঝালকাঠি পৌরসভার নবনির্বাচিত পৌর পরিষদ এ নাগরিক সংবর্ধনার আয়োজন করে।
এসময় মন্ত্রী আরও বলেন, আমরা এ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু ৭১’ এ যারা গণহত্যা চালিয়েছিল ৭৫ এ জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে এবং জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করেছিল তারা তা চায় না। পদ্মা সেতু ও পায়রা সমুদ্রবন্দর নির্মাণ হলে বাংলাদেশের দক্ষিণাঞ্চল উন্নয়নের দিক দিয়ে সিঙ্গাপুরকেও ছাড়িয়ে যাবে।
নবনির্বাচিত মেয়র লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনীর, জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা প্রমুখ বক্তব্য রাখেন।