পাকিস্তানে নৌকা ডুবে নিহত ১৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পাকিস্তানে নৌকাডুবে ১৩ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের।
সোমবার (২৯ আগস্ট) সিন্ধু প্রদেশের সেহওয়ান শহরের বিলাওয়ালপুর গ্রামে বন্যাকবলিত লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, বন্যাকবলিত এলাকার ২৫ জন ওই নৌকায় ছিল। তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার সময় নৌকাটি ডুবে যায়।
উল্লেখ্য, বন্যায় গত জুন থেকে পাকিস্তানে এ পর্যন্ত ১ হাজার একশ ৩৬ জনের মৃত্যু হয়েছে। গত এক দশকের মধ্যে দেশটিতে এত ভারী বৃষ্টি হয়নি। এ বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছে পাকিস্তান সরকার।
দেশটির সংবাদমাধ্যম জানায়, ভয়াবহ বিপর্যয়ের মুখে দেশটির বেলুচিস্তান, সিন্ধু, পাঞ্জাব (দক্ষিণ) ও খাইবার প্রদেশের বন্যাকবলিত লাখ লাখ মানুষ।
দেশটির জাতীয় দুর্যোগ অধিদফতর জানায়, চলমান বন্যায় এখন পর্যন্ত সাড়ে তিন বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ক্ষতি হয়েছে। বন্যা দীর্ঘায়িত হলে প্রাণহানির পাশাপাশি আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়বে।
‘অস্বাভাবিক’ বৃষ্টিপাতের কারণ হিসেবে বিশেষজ্ঞরা জলবায়ুর পরিবর্তনের বৈশ্বিক প্রভাবকে দায়ী করছেন। পর্বতে হিমবাহ গলে যাওয়া ও হ্রদে বরফের ‘বিস্ফোরণ’ পাকিস্তানে এ ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের পথ তৈরি করেছে বলে তারা মনে করেন।
পাকিস্তানে বন্যার কারণে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গত সপ্তাহে তার লন্ডন সফর বাতিল করেছেন। কাতার থেকে দেশে ফিরে বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম নিয়ে এক সভায় সভাপতিত্ব করেন তিনি। বৃটেনের রাজধানীতে চিকিৎসাধীন নাতনির অসুস্থতার কারণে শেহবাজ কাতার থেকে লন্ডনে গিয়েছিলেন।
বন্যায় চরম বিপর্যস্ত পরিস্থিতির কারণে সেখান থেকে অবিলম্বে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
আন্তর্জাতিক খবর