পাকিস্তানের লাল শাহবাজ মাজারে আত্মঘাতী হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিন্ধু প্রদেশের শেহওয়ান এলাকার ইন্দুস হাইওয়ের কাছে ওই মাজারে এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।
স্থানীয় তালুকা হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসকরা জানান, হাসপাতালে অন্তত ৪০ জনের লাশ এসেছে। এ ছাড়া চিকিৎসার জন্য কমপক্ষে ১০০ জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়।
শেহওয়ান এলাকার সহকারী এসপি বলেন, আত্মঘাতী সন্ত্রাসী মাজারের গোল্ডেন গেট দিয়ে প্রবেশ করেছে। প্রথমে একটি গ্রেনেড ছোড়ার পর আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে। তবে ছুড়ে দেওয়া গ্রেনেডটি বিস্ফোরিত হয়নি। মাজারে সুফি রীতি অনুযায়ী আজ সেখানে অসংখ্য ভক্তের সমাগম ছিল।