পাচারের অভিযোগে ৫ গাধাকে আদালতে হাজির!
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিভিন্ন অপরাধে অভিযুক্ত বা মামলার কারণে ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার খবর সাধারণ ঘটনা। কিন্তু অদ্ভুত এক ঘটনা ঘটেছে পাকিস্তানে। দেশটির চিত্রল শহরে পাঁচটি গাধাকে আদালতে হাজির করা হয়েছে।
দি নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, কাঠ পাচারের মামলার সম্পৃক্ততা আছে এমন অভিযোগের ভিত্তিতে আদালতে সহকারী কমিশনারের সামনে ৫টি গাধাকে হাজির করা হয়েছে। এর আগে ওই পাঁচ গাধাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছিল।
এক্সপ্রেস ট্রিবিউন বলছে, কাঠ পাচারের বিরুদ্ধে সম্প্রতি অভিযানে নামেন দারোশের সহকারী কমিশনার তৌসিফুল্লাহ। এরপরেই তিনি কাঠবোঝাই গাধাগুলোকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরবর্তীতে দেশটির বন বিভাগকে গাধাগুলোকে আদালতে হাজির করতে নির্দেশ দেন এই সহকারী কমিশনার। অভিযোগ, এসব গাধা চিত্রলের দারোশ অঞ্চলে কাঠ পাচারের সঙ্গে জড়িত।
রিপোর্টে বলা হয়েছে, সন্তোষজনক তদারকির পর গাধাগুলো ও কাঠের স্লিপার বন বিভাগের কর্মকর্তাদের কাছে ফেরত দেওয়া হয়েছে। ওই সহকারী কমিশনার বলেন, গাধাগুলো এখন নিরাপদে আছে এবং অন্য কাউকে তাদের দেওয়া হয়নি। তাদেরকে আর পাচারের কাজে ব্যবহার করা হচ্ছে না।
আন্তর্জাতিক খবর