খুলনার খালিশপুরে পাটকলগুলোতে বকেয়া মজুরি পরিষদসহ ১১দফা দাবিতে আমরণ অনশন পালনরত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই ঘটনার প্রতিবাদে এবং শ্রমিকদের সকল দাবি মেনে নেওয়ার আহবান জানিয়ে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বরিশাল – পটুয়াখালী মহাসড়কে এ মানববন্ধন পালন করা হয় । মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাস প্রাঙ্গন প্রদক্ষিণ করে তারা।
মানববন্ধনে বক্তারা জানান, অনশনের ৩য় দিনে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যা ৬টার দিকে আব্দুস সাত্তার মৃত্যুবরণ করেন। এটা শুধু একটা মৃত্যু নয়, এটা মানবতাকে গলাটিপে হত্যা করার সমান। দেশের চালিকাশক্তি শ্রমিকের যখন এই পরিস্থিতি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা চুপ করে থাকতে পারিনা। এ মৃত্যুর দায় রাষ্ট্রকেই নিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মুনস আলিশার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলা বিভাগের ৪র্থ বর্ষের রাজু গাজী, একাউন্টিং ও ইনফরমেশন বিভাগের ৩য় বর্ষের রাকিব মাহমুদ,মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান প্রমুখ।
উল্লেখ্য, রাষ্ট্রায়াত্ত পাটকলে মজুরি কমিশনসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনে অংশ নেওয়া এক শ্রমিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।গত বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান। নিহত শ্রমিকের নাম আব্দুস সত্তার।
গত ১০ ডিসেম্বর মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে দেশের ১২টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে এ আন্দোলনে অংশ নিয়েছে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত আটটি পাটকলের শ্রমিকরা।
ক্যাম্পাসের খবর, বরিশালের খবর