১৪ িনিট আগের আপডেট বিকাল ৪:২২ ; বৃহস্পতিবার ; সেপ্টেম্বর ২৮, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

পাটকল শ্রমিকের মৃত্যুতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশালটাইমস রিপোর্ট
১২:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯

খুলনার খালিশপুরে পাটকলগুলোতে বকেয়া মজুরি পরিষদসহ ১১দফা দাবিতে আমরণ অনশন পালনরত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই ঘটনার প্রতিবাদে এবং শ্রমিকদের সকল দাবি মেনে নেওয়ার আহবান জানিয়ে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বরিশাল – পটুয়াখালী মহাসড়কে এ মানববন্ধন পালন করা হয় । মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাস প্রাঙ্গন প্রদক্ষিণ করে তারা।

মানববন্ধনে বক্তারা জানান, অনশনের ৩য় দিনে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যা ৬টার দিকে আব্দুস সাত্তার মৃত্যুবরণ করেন। এটা শুধু একটা মৃত্যু নয়, এটা মানবতাকে গলাটিপে হত্যা করার সমান। দেশের চালিকাশক্তি শ্রমিকের যখন এই পরিস্থিতি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা চুপ করে থাকতে পারিনা। এ মৃত্যুর দায় রাষ্ট্রকেই নিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মুনস আলিশার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলা বিভাগের ৪র্থ বর্ষের রাজু গাজী, একাউন্টিং ও ইনফরমেশন বিভাগের ৩য় বর্ষের রাকিব মাহমুদ,মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান প্রমুখ।

উল্লেখ্য, রাষ্ট্রায়াত্ত পাটকলে মজুরি কমিশনসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনে অংশ নেওয়া এক শ্রমিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।গত বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান। নিহত শ্রমিকের নাম আব্দুস সত্তার।

গত ১০ ডিসেম্বর মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে দেশের ১২টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে এ আন্দোলনে অংশ নিয়েছে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত আটটি পাটকলের শ্রমিকরা।

ক্যাম্পাসের খবর, বরিশালের খবর

আপনার ত লিখুন :

 

ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরিশালে এক কেজি গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ২  সুখবর: দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার ‘সফল’ পরীক্ষা  বাংলাদেশের প্রথম ডেঙ্গু টিকা চার ধরনেই কার্যকর  বাঙালির স্বপ্নপূরণের নির্ভীক কারিগর শেখ হাসিনা  ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে কারাগারে শিক্ষক  ভুয়া ডিবি পরিচয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২  সাঈদীর জন্য দোয়া, চাকরি গেল মডেল মসজিদের ইমামের  নির্বাচনের আগে আরও এক দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র  মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মারধর  ট্রাম্পকে আগে সামলান, বাইডেনকে কাদের