পাথরঘাটায় চলছে দমকা হাওয়া ও ভারি বৃষ্টিপাত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরগুনার পাথরঘাটায় রোববার রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। আজ সোমবার ভোর থেকে শুরু হয়েছে দমকা হাওয়ায় পাশাপাশি ভারি বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে না যেতে বলা হয়েছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বর্তমানে ইলিশ প্রজননের জন্য নদ-নদী সহ বঙ্গোপসাগরে মাছ শিকার নিষেধাজ্ঞা থাকায় জেলেরা উপকূলীয় এলাকায় রয়েছে।
একারণে জেলেরা নিরাপদে আছে। তবে দুর্বল বেরিবাঁধ এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক রয়েছে। উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবীর বলেন, উপকূলীয় এলাকায় আবহাওয়ার অবস্থা দেখে বোঝা যাচ্ছে বঙ্গবসাগরে কিছু একটি হতে যাচ্ছে। সকাল থেকে প্রচণ্ড বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে।
এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার বলেন, ঘুর্নিঝড় সিত্রাং মোকাবিলায় উপকূলীয় এলাকায় সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। চালু করা হয়েছে জরুরী কন্ট্রোল রুম। রেড ক্রিসেন্ট, সিসিপিসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।
বরগুনা, বিভাগের খবর