বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৯:১০ অপরাহ্ণ, ৩১ মে ২০২৩
পাথরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার পাথরঘাটায় পানিতে ডুবে মিম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মিম একই এলাকার ফোরকান মিয়ার মেয়ে ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, স্কুল ছুটি শেষে বাড়িতে যায় মিম। পরে বাড়ির পুকুরে গোসলের যাওয়ার পর ঘরে আর ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শরু করে। একপর্যায়ে ওই পুকুরটি থেকে ভাসমান ও নিথরাবস্থায় শিশুটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।