বরগুনার পাথরঘাটায় তরুণীকে গণধর্ষণ ও হত্যার পর কলেজ পুকুরে মরদেহ লুকানোর ঘটনায় গ্রেফতার কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি রুহি আনান দানিয়াল ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্টকে তৃতীয় দফায় ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পাথরঘাটা আদালত। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে ডিবি পুলিশ ৭ দিনের রিমাণ্ডের আবেদন করলে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে পৃথকভাবে গত ১৩ ও ১৫ নভেম্বর ডিবি পুলিশ ৭ দিন করে রিমান্ড চাইলে ২ ও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বরিশালটাইমসকে বলেন, দিতীয় দফা রিমান্ড শেষে তৃতীয় দফায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দানিয়াল ও সাদ্দামের সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়। পরে আদালত তাদের তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে তরুণীকে ধর্ষণসহ নির্মমভাবে হত্যা ঘটনার সাথে জড়িত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকাল ১০টার সময় পাথরঘাটা শেখ রাসেল স্কয়ার চত্তরে পাথরঘাটা সচেতন নাগরিক সমাজ এর উদ্যোগে মানববন্ধন পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, গত ১০ আগস্ট পাথরঘাটা কলেজ পুকুর থেকে পাওয়া অজ্ঞাত তরুণীকে গণধর্ষণ ও হত্যার সাথে জড়িত গ্রেফতার আসামী ও তাদের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ পাথরঘাটায় অজ্ঞাত পরিচয়ে আরও ১১টি লাশের তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।”
বরগুনা