বরগুনার পাথরঘাটা দুই অভিযুক্ত জলদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা সাগরে জেলেবহরে ডাকাতি ও রাহাজানি করে বলে দাবি করেছে পুলিশ।
পাথরঘাটা থানার ওসি এস এম জিয়াউল হক জানান, উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের হাতেম সরদারের ছেলে মো. সেলিমকে (৩০) আজ সোমবার সকালে পদ্মা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পাথরঘাটা থানায় ডাকাতি মামলা রয়েছে। এ ছাড়া ইতিপূর্বে ছয় মাস হাজত বাস করে জামিনে ছাড়া পায় তারা। গ্রেপ্তারকৃত সেলিম জলদস্যু মনির বাহিনীর সক্রিয় সদস্য।
একই গ্রামের আ. কাদেরের ছেলে মো. রুস্তমকে (৪২) রবিবার রাতে পদ্মা গ্রাম থেকে গ্রেপ্তার করে পাথরঘাটা থানা পুলিশ। তিনি নিজেই সুন্দরবনকেন্দ্রিক দস্যুবাহিনী রুস্তম বাহিনীর নেতা। তার এক ছেলে জামাল গত বছর সুন্দরবনে র্যাপিড একশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। তাদেরকে দস্যুতার অভিযোগে আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি জানান।