৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (৫ মার্চ) বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের মুল গেটে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এতে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন, সে¦চ্ছায় সেবাদান সংগঠন ‘আস্থা’, আলতাফ হায়দার ফাউন্ডেশন, পাথরঘাটা উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, মেরি স্টোপস বাংলাদেশ, প্লান বাংলাদেশ, নারী উন্নয়ন ফোরামসহ পাথরঘাটা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও আনোয়ার হোসেন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন, নারী নেত্রী মুনিরা ইয়াসমিন খুশি, ইসমাইল হোসেন ও মো. হান্নান মিয়া।
বরগুনা