৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

পাথরঘাটায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, ১৯ সেপ্টেম্বর ২০১৬

বরগুনার পাথরঘাটা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. ইসা (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। মবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ইসা ওই এলাকার রুহুল আমিনের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে যখন ইসার মা বাড়ির কাজকর্ম করছিলেন সেসময় কোনো এক ফাঁকে ইসা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

 

তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হলে একপর্যায়ে পুকুরে ইসার মরদেহ ভেসে ওঠে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দায়িত্বরত চিকিৎসক রেজওয়ান জানান, হাসপাতালের আসার আগেই তার মৃত্যু হয়।

26 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন