৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম

পাথরঘাটায় ভুয়া মুক্তিযোদ্ধার হাতে ছাত্রলীগ নেতা লাঞ্ছিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:০৯ অপরাহ্ণ, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

বরগুনার পাথরঘাটায় সদ্য বাছাইকৃত উপজেলা মুক্তিযোদ্ধা বাচাই-বাছাই কমিটি থেকে বাদ পড়া পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল মান্নান হাওলাদারের হাতে লাঞ্ছিত হয়েছে রফিকুল ইসলাম কাকন নামে এক সাবেক ছাত্রলীগ নেতা ও এওয়াননিউজবিডিটোয়েন্টিফোর.কম’র প্রকাশক। শনিবার (২৫ ফের্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা পৌর শহরের লিগার পট্টিতে  এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. জাহিদ, কবি ইদ্রিস আলী খান, ইউপি সদস্য শাকিল আহম্মেদ শিবু, চায়ের দোকানদার টিটুর বর্ণনামতে জানা যায়- অনলাইন এওয়াননিউজের প্রকাশক, জিনিউজবিডি টোয়েন্টিফোর.কমের পাথরঘাটা প্রতিনিধি ও সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম কাকন তার শিশু সন্তানটি নিয়ে লিগারপট্টি প্রবেশ করার সঙ্গে সঙ্গে সদ্য উপজেলা পর্যায় সদ্য যাচাই-বাছাইতে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে বাদ পড়া আবদুল মান্নান হাওলাদার তার নাম (কাকন) উল্লেখ করে অশালিন ভাষায় গালাগালি করে। কাকনের দুই পা ভেঙে দেয়া উচিত এ রকমের কথা বলায় কাকনসহ প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য শাকিল আহম্মেদ শিবু, সুলতান, দলিল লিখক জসিম মিয়া প্রতিবাদ করলে কাকনকে দেখিয়ে দেওয়া হুমকি দেয়।

এক পর্যায় ‘কমান্ডারসহ ৬৪জন ভূয়া মুক্তিযোদ্ধা’শিরোনামের একটি নিউজের ফটোকপি দেখালে আবদুল মান্নান হাওলাদার কাকনের প্রতি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় ঘটনাস্থলে একজন পাথরঘাটা থানার এসআইসহ দেড় শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।’’

মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, আবদুল মান্নান হাওলাদার যে বাদ হয়েছে সেটি ওনার ওয়েলকাম জানানো উচিত এবং সকল মুক্তিযোদ্ধাদের ভালো ব্যবহার করা উচিত। কারো সাথে উনার বাকবিতদন্ডায় জড়ানো উচিত না।  রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় কাকনের সাথে  তিনি যে আচরণ করেছেন সেটি ঠিক করেননি।

রফিকুল ইসলাম কাকন বলেন, একজন ভুয়া মুক্তিযোদ্ধা হয়েও প্রকাশ্যে মানুষকে গালাগালি সম্মানহানি করার জন্যই কি বীর মুক্তিযোদ্ধারা দেশ স¦াধীন করেছিলেন? আমি বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

26 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন