পাথরঘাটায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ প্রচারমূলক র্যালি, সেমিনার ও আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১০টার সময় পাথরঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বর গিয়ে শেষ হয়।
এতে ব্যাবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি বেসরকারি কর্মকর্তারা অংশ নেন।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে¡ উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও জেলা পরিষদের সদস্য এমএ খালেক, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়াম্যান রফিকুল ইসলাম রিপন, ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন ও পাথরঘাট প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।’
বরগুনা