সাইদুল ইসলাম রিমন:: বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এনামুল হোসাইনকে স্বপদে পুর্ণবহাল করেছে কেন্দ্রীয় কমিটি। তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে প্রমাণ না হওয়ায় ছাত্রলীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সিদ্ধান্ত নিয়েছে। ছাত্রলীগ নেতা এনামুল হোসাইনকে পুর্ণবহালের বিষয়টি গত ২ ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে কেন্দ্র।
কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে- এনামুল হোসাইনের বিরুদ্ধে আনীত অভিযোগটি তারা তদন্ত করে দেখেছেন। কিন্তু একটিরও সত্যতা পাওয়া যায়নি। যে কারণে তাকে স্বপদে বহাল করা হয়েছে।
এর আগে চলতি বছরের অক্টোবর মাসে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ সম্পাদককে সংগঠন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।’
বরগুনা, বিভাগের খবর